কাঁচা বাজারে তেলের দাম বাড়ার প্রভাব বেড়েছে নিত্যপণ্যের দাম জেনে নিন।

জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে বেড়ে গেছে মালবাহী ট্রাকের বাড়া আর এর প্রভাব পড়েছে কিন্তু পণ্যের কাঁচা বাজারে বাড়তি বাড়ার খরচ তোলতে মাত্র তিন দিনের ব্যবধানে বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় ২৫ শতাংশ শাক সবজির দাম। বক্তদের তরকারি কিনতে এখন প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি রাজধানীর কারওয়ান বাজার প্রতিদিন রাতে এভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক বুজাই করে তরকারি নিয়ে আসা হয় পাইকারি বাজারে। 




কিন্তু হটাৎ করে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়াই বেড়ে গেছে ট্রাকের বাড়া তেলের দাম বাড়ায় আমাদের বাড়া বাড়ে নাই যেটা আছে তেলের দাম বেড়ে যাওয়ার কারনে ট্রাকের বা গাড়ি ড্রাইবারদের দাবি বাড়া বাড়াতে হবে তা না হলে আমাদের চলা অনেক কষ্ট হয়ে যাবে যেহেতো জ্বালানি তেলের দাম বেড়েছে আমাদের বাড়া এখন ও বাড়ে নাই তবে যদি তেলের দাম না কমে তাহলে আমাদের গাড়ির বাড়া বাড়িয়ে দেওয়া হবে।



আগে ছিলো গাড়ি বাড়া ৮ হাজার ১০ হাজার এখন বাড়া নেয় ১৪ হাজার সবজির পাইকারি বিক্রিতারা বলছেন খরচ বেড়ে যাওয়ার কারণে বাড়িয়ে দেওয়া হয়েছে সবজির দাম। সবজি এখন ২০ টাকা কমে এখন দামটা বেড়ে গেছে তেলের কারণে ও বাড়ছে গাড়ি বাড়ার কারণে ও বাড়ছে ট্রাক বাড়ার কারণে আগে ছিলো ৩৫ টাকা গাড়ি বাড়ার কারণে মালের দাম দ্রুত সবজির দাম বাড়ছে। 





কারন বাজার থেকে রাজধানীর স্থানীয় বাজারগুলোতে পণ্য পরিবহনকারী ছোটো ট্রাকের গাড়ি বাড়া বাড়ানো হয়েছে। যদি ও ট্রাকের ড্রাইবার ও মালিকেরা বলছেন হটাৎ করে তেলের দাম বাড়লেও বাড়তি বাড়া কমতে রাজি হচ্ছে না ব্যবসায়ীরা তেলের রেইট হিসেবে খুব একটা বাড়ে নাই এদিকে হটাৎ করে অন্যান্য পণ্যের সাথে সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে মদ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষেরা তাই জীবন চালাতে মাসিক খরচের নতুন হিসেবে নতুন করে সাজাতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পরিবারগুলোকে।



ড্রিজেলের দাম বৃদ্ধির আজ লেগেছে বাজারে চাল সবজি মাছ মাংসের পরিবহন প্রতি কেজিতে সর্বোচ্চ ১ টাকা ৭০ পয়সা বাড়লেও রাজধানীর এসব পণ্যের দাম বেড়েছে ১০ টাকা পর্যন্ত। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে আমরা মোটামুটি শাক সবজি মাছ মাংস সব পণ্যের দাম দেখলাম যে মোটামোটি ১০ টাকা থেকে কোনো কোনো সবজি দেখলাম ২০ টাকা পর্যন্ত বেড়েছে। 




রাজধানীর টাউন হল বাজারে এখানে সবজি বিশেষ করে পটল গাজর জিনঙ্গে কলোরা বেগুন প্রতি কেজিতে আমরা দেখলাম যে দাম বেড়েছে ১০ টাকা করে। তিন টনের ট্রাক দেশের বিভিন্ন জায়গা থেকে যে সব ট্রাক ঢাকা থেকে পণ্য নিয়ে আসে সবজিসহ মুরগি পণ্য নিজে আসে প্রতি ট্রাকের বাড়া আমরা তিন টনের ট্রাকের বাড়া ছিলো ১০ হাজার টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সেই ট্রাকের বাড়া করে সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার টাকা অর্থ্যাৎ ১৫ হাজার টাকা।



যে ক্ষেত্রে বাজারে তেলের দাম বা দেশীয় বাজারে সরণীয় করে যদি জানা যায় অর্থ্যাৎ এই ক্ষেত্রে যদি পরিমানটা একটু বাড়িয়ে দিয়ে তাহলে হয়ত তাদের একটু শক্তি মিলবে। জ্বালানি তেলের উত্তাপ পড়েছে রাজধানীর নিত্যপন্যার বাজারে দুই একটি ছাড়াও সব ধরণের পণ্য বাড়তি দাম গুনতে হচ্ছে নগরবাসীকে। প্রতি বস্তার চালের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা এছাড়া তেল ডিটারজেন্ট পাউডার ডিম্ কাঁচা ও শুকনো মরিচ গরুর দুধ সহ প্রতিটির পণ্যের বাড়তি হওয়ায় বিশ্বাস করতে পারছে না মধ্যবিত্তদের। 



রাজধানী বাজারগুলোতে চাল থাকলেও জ্বালানি তেলের অজুহাতে প্রতিদিন বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিস বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দামের পাশাপাশি মরিচ ও চালের বাজারে প্রতি বস্তা চালের দাম বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে এখন অনেক প্রশান্তি কাজ করছে। জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি কাঁচাবাজারসহ দেশের পণ্যের দাম বাড়তে শুরু হয়েছে। 

Post a Comment

0 Comments